বিড়ালের কোলে হাঁসের বাচ্চার আশ্রয়
কথায় আছে, বিপদে পড়লে বাঘ ও হরিণে এক ঘাটে জল খায়। এই প্রবাদকে সত্যে রুপ দিলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবি।
ছবিতে বাঘ ও হরিণের বদলে রয়েছে একটি বিড়াল ও হাঁসের বাচ্চা। ছবিতে দেখা যাচ্ছে, হালকা হলুদ রংয়ের একটি হাঁসের বাচ্চাকে পরম যত্নে আগলে রেখেছে এক বিড়াল। হাঁসের বাচ্চাটির জন্য পরম নির্ভরতার আশ্রয় যেন বিড়ালটি।
ছবিতে অারো দেখা যাচ্ছে ছোট ছোট সবুজ পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এ কারণে ধারণা করা হচ্ছে এটি কোন স্থানের ঝড়ের সময়কার দৃশ্য।
এদিকে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপরপরই ছবিটি দেশের সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। অনেকে এটাকে ঘূর্ণিঝড় ‘মোরা’র সময়কার ছবি বলে দাবি করলেও ইন্টারনেটে সার্চ করে জানা যায় ২ দিন আগে টুইটারে পোস্ট করা হয়েছিলো ছবিটি। এরপর অাজ কে বা কারা ছবিটি ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতের পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে।
ফেসবুকে ছবিটি শেয়ার করে রেজওয়ানা নুপুর নামে এক নারী লিখেছেন, সব ভাষাতেই ভালোবাসা নিজের মত করেই তার জায়গা খুঁজে নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন