বিয়ের কার্ডে মোদির পক্ষে ভোট প্রার্থনা
অদ্ভুত এক ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে। দুই যুগলের বিয়ের কার্ডে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে ভোট চাওয়া হয়েছে। অতিথিদের কাছে পাঠানো এই আমন্ত্রণপত্র এখন ‘টক অব দ্য টাউন’।
এটুকুতেই থেমে থাকেননি এই যুগলের অভিভাবকরা। তারা রীতিমতো অতিথিদের কাছে অনুরোধ করেছেন বিয়েতে কোনো উপঢৌকন লাগবে না। দয়া করে যেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদিকে একটি ভোট দেয়া হয়। বিয়েটি হবে চলতি মাসের ১১ তারিখে।
এই কার্ড দেখে লোকজন বলাবলি করছেন, মোদি ভক্ত একেই বলে। ধ্যান, জ্ঞান সবই মোদি। উঠতে-বসতে জীবনের সর্বত্র মোদির প্রচার করাই কাজ সুরাটের এ ব্যবসায়ীর। কিন্তু তাই বলে ছেলের বিয়েতে মোদির প্রচার!
মানুষ যাই ভাবুক, ভক্তহৃদয় তো আর লোককথার পরোয়া করে না। তাই সন্তানের বিয়ের কার্ডে এমনটি করেছেন।
পাত্রের নাম দাভল আর পাত্রীর নাম জয়া। দাভলের বিয়েতে আমন্ত্রিত বন্ধু ও আত্মীয়দের কাছে তার বাবার একটিই অনুরোধ– ‘আওয়ার গিফস ইজ ইউর ভোট ফর মোদি ইন ২০১৯ লোকসভা ইলেকশন’।
অরুণ প্রসাদ নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের কার্ডটি ছড়িয়ে দেন, যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
তবে ভারতে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে এই একই কাণ্ড ঘটিয়েছিলেন ম্যাঙ্গালোরের এক মোদিভক্তও। তিনি অবশ্য মোদির বিভিন্ন প্রকল্পের চিত্র তুলে ধরেছিলেন ওই বিয়ের কার্ডে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন