বিয়ের খরচ উঠাতে দৌড়ালেন ৩০০ বধূ!
বিয়ের চিন্তাভাবনা করছেন? কিন্তু চাচ্ছেন এ সংক্রান্ত বিশাল খরচটা বহন করুক অন্য কেউ!
তাহলে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারতো ‘এজি রানিং অব দ্যা ব্রাইডস ৬’ প্রতিযোগিতাটি। তবে হ্যাঁ, এই সুযোগটি কেবল থ্যাইল্যান্ডের অধিবাসীদের জন্য সংরক্ষিত।
চীন ভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া জানাচ্ছে, রোববরা অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতাটি। তাতে প্রতিযোগী সংখ্যা মোট ৩০০ জন। সবাই নারী; মানে হবু বধূ।
এদের মধ্যে থেকে দৌড়ে যিনি প্রথম হবেন তার জন্য রয়েছে ৫০ লাখ টাকা মূল্যমানের বিয়ের প্যাকেজ।
অর্থাৎ, ২ মিলিয়ন থাই বাথ বা ৫০ লাখ টাকা খরচ করা হবে বিজয়ীনীর বিয়েতে। এই ব্যয়ভার বহন করবেন প্রতিযোগিতার আয়োজকরা।
প্রতিযোগিতার নিয়ম হচ্ছে, অংশগ্রহণকারীরা বিয়ের সাদা পোশাক পরে দৌড়াবেন। তাদের মধ্যে প্রথমজনের বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব নেবে আয়োজকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন