বিয়ের দরকার নেই, সন্তান নিয়ে নাও : সালমানকে রানি মুখার্জি

‘বিয়ে করার দরকার নেই, সন্তান নিয়ে নাও।’ বলিউড ব্যাচেলর হিরো সালমান খানকে এমনই পরামর্শ দিলেন অভিনেত্রী রানী মুখার্জি। তবে অবশ্যই রসিকতা করেই।

একটি রিয়েলিটি শোর শুটিং চলাকালে এভাবেই বলিউড ভাইজানের সঙ্গে রসিকতা করেন রানী মুখার্জি।

রিয়েলিটি শোর একটি দৃশ্যে দেখা গেছে, সালমান খান ও শাহরুখ খান স্টেজে খেলছেন। খেলাটি হল- কে কত দ্রুত শিশুদের ন্যাপি বদলাতে পারে। এ খেলায় শাখরুখ খানকে হারিয়ে দেন সালমান।

তিন সন্তানের বাবা শাহরুখকে অবিবাহিত সালমান খানের হারিয়ে দেয়ার দৃশ্যে দর্শক উল্লাসে ফেটে পড়ে। ঠিক তখনই স্টেজে দাঁড়িয়ে থাকা রানী মুখার্জি সালমানকে বলেন, সন্তান লালনের দক্ষতা ভালোই রয়েছে তার। অতএব বিয়ে না করলেও সন্তান নিয়ে নিতে পারে সে।

রানীর এমন রসিকতায় হেসে ফেলেন বলিউড হিরো সল্লু মিয়া।

সালমান খানের ওই রিয়েলিটি শোয়ের নাম ‘দশ কা দম’। শোর এ পর্বটি এখনও সম্প্রচার হয়নি, তবে এর শুটিংয়ের কিছু দৃশ্য সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।