বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, বর কে?
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন একজন মুখপাত্র।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার একটি অনুষ্ঠানে আর্ডার্নের বাম হাতের মধ্যমায় একটি হীরার আংটি দেখা যাওয়ার পর তাদের বাগদানের খবর প্রকাশ পায়।
তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন সাংবাদিকতার এক ছাত্র আর্ডার্নের হাতের আঙুলে নতুন অলঙ্কার সংযোজন খেয়াল করেন এবং প্রধানমন্ত্রীর অফিসে এ বিষয়ে খোঁজ-খবর করেন।
এরপর কিউই প্রধানমন্ত্রীর মুখপাত্র নিশ্চিত করেন, গত ইস্টারে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
গত বছর আর্ডার্ন তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে নিভ টে আরোহা।
এ বছর জানুয়ারিতে বিবিসি আর্ডার্নকে প্রশ্ন করেছিল, তিনি কখনো গেফোর্ডকে বিয়ের প্রস্তাব দেবেন কি না?
‘না, আমি দেব না, না। আমি চাই ও এই প্রশ্নটা নিয়ে চরম বেদনা ও যন্ত্রণার মধ্য দিয়ে যাক,’ জবাবে বলেন আর্ডার্ন।
আর্ডার্ন হচ্ছেন বিশ্বের দ্বিতীয় নারী নেত্রী যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সন্তান প্রসব করেছেন। প্রথম জন ছিলেন পাকিস্তানের দু’বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
ওই সময় আর্ডার্ন জানিয়েছিলেন, গেফোর্ড ঘরে থেকে সন্তান বড় করে তোলার দায়িত্ব নিবেন।
গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আর্ডার্ন ও গেফোর্ডের প্রথম দেখা হয় ২০১২ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন