বিয়ে করছেন বাহুবলীর প্রভাস-আনুশকা?
বাহুবলী টু-এর নায়িকা তিনি। এস এস রাজামৌলির ওই সিনেমায় প্রভাসের বিপরীতে দাপটে অভিনয় করেছেন আনুশকা শেঠি। আজ সেই বাহুবলীর দেবসেনা অর্থাৎ দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠির জন্মদিন। ৩৫ পেরিয়ে বয়স ৩৬ বছরে পা দিলেন আনুশকা। দক্ষিণী অভিনেত্রীর জন্মদিনে এবার প্রকাশ্যে এল তাঁর ভক্তদের মনের সুপ্ত ইচ্ছা।
জন্মদিনে আনুশকার টুইটার হ্যান্ডেল যেমন শুভেচ্ছা বার্তায় ভরে গেছে, তেমনি সেখানে উঠে এসেছে তাঁদের আর এক ইচ্ছার কথা। আনুশকার ভক্তদের ইচ্ছা, এবার যেন বাহুবলীর সঙ্গে জুটি বাঁধেন দেবসেনা। রিল নয়, প্রভাস এবং আনুশকা যেন রিয়েল লাইফে এবার গাঁটছড়া বাঁধেন, এমনই দাবি করছেন দক্ষিণী নায়িকার ভক্তরা।
যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আনুশকা। মুখ খোলেননি প্রভাসও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন