বিয়ে ছাড়া গর্ভধারণ বিষয়ে মন্তব্য করায় উপস্থাপিকার কারাদণ্ড
বিয়ে ছাড়াই গর্ভধারণ বিষয়ে মন্তব্য করায় মিশরের এক টিভি উপস্থাপিকাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন সেখানকার আদালত।
মিশরের আল-নাহার টিভির উপস্থাপিকা দোয়া সালাহ তার দর্শকদের বলেন, তারা চাইলে বিয়ের আগেই দৈহিক সম্পর্ক করার বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। এমনকি তিনি এটাও বলেন যে. কোনো নারী চাইলে খুব স্বল্প সময়ের জন্য বিয়ে করতে পারে বিচ্ছেদ ঘটানোর আগে সন্তান নেয়ার জন্য।
এরপরই তার বিরুদ্ধে দেশের জনগণের শিষ্টাচারে অপমান করার অভিযোগ আনা হয়। সালাহকে ১০,০০০ মিশরীয় পাউন্ড জরিমানাও করা হয়।
কর্তৃপক্ষের দাবি অনুষ্ঠানটির মাধ্যমে ছড়ানো এই ধারণা মিশরীয় জীবনের বুননকে ক্ষতিগ্রস্ত করবে। রক্ষণশীল মিশরে বিয়ের আগে দৈহিক সম্পর্ক পুরোপুরি অগ্রহণযোগ্য।
নিজের অনুষ্ঠানে সালাহ এই সমাধানও দেন যে, কম সময়ের বিয়ের জন্য কার্যকর স্বামীদের জন্য অর্থের ব্যবস্থাও করা উচিত। সেখানে তিনি কেন পশ্চিমা দেশগুলোতে স্পার্ম ডোনেশন গ্রহণযোগ্য হলেও মিশরে নয় সেই বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠান প্রচারিত হওয়ার পর তিনমাসের জন্য তাকে তার চাকরি থেকে বহিস্কৃত করা হয়। এরপর তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে আদালতের এই রায়ে আপিল করার সুযোগ রয়েছে অভিযুক্তের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন