বীরগঞ্জে শ্রমজীবীদের গাছের চারা,পানি ও খাবার স্যালাইন দিল শুভসংঘ
সারা দেশে তীব্র তাপদাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ কারণ তীব্র তাপমাত্রা উপেক্ষা করে জীবন জীবিকার তাগিদে অনেক কষ্ট করে তাদের কাজ করতে হচ্ছে।
তাদের কথা চিন্তা করে (বুধবার ২৪ এপ্রিল) দুপুরে পৌর শহরের বিজয় চত্তরে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের তৃষ্ণা মেটাতে ফ্রিজের ঠান্ডা পানি, গাছের চারা ও খাবার স্যালাইন বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা।
বিনামুল্যে ঠান্ডা পানি, বৃক্ষ ও খাবার স্যালাইন পেয়ে রিক্সা চালক রুবেল ইসলাম বলেন, আমি এই পৌর শহরের রিক্সা চালাই কিন্তু কয়েক দিন ধরে তীব্র গরমে রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাদের তৃষ্ণা মেটাতে শুভসংঘ ঠান্ডা পানি, গাছের চারা ও খাবার স্যালাইন দিবে ভাবতে পারি নাই। তাদের এই উদ্যোগে আমি সহ আমার মতো অনেক রিক্সা ও ভ্যান চালক ভাইয়েরা অনেক উপকৃত হচ্ছে।
বৃক্ষ পেয়ে রমজান আলী বলেন, আমি দিনে রাতে প্রায় ট্রাক হতে বিভিন্ন মালামাল লোড,আনলোড করি কিন্তু এই প্রচন্ড গরমে জন জীবন অতিষ্ঠ এই সময়ে আমাদের তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি, স্যালাইন ও গাছের চারা নিয়ে বসুন্ধরা শুভসংঘ পাশে থাকবে ভাবতে পারি নাই।
এ সময় উপস্থিত ছিলেন, সংবাদকর্মী আব্দুর রাজ্জাক,শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠ প্রত্রিকার প্রতিনিধি সোহেল আহমেদ, উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক রাকেশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কার্যকরী সদস্য নাঈম ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন বলেন, বর্তমানে প্রচন্ড তাপদাহের কারনে জনজীবন হুমকির মুখে ও স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সচেতনতা মূলক নানা কর্মসুচি গ্রহন করেছে বসুন্ধরা শুভসংঘ। তারই ধারাবাহিকতায় এই উপজেলায় পর্যায়ক্রমে শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষদের মাঝে ঠান্ডা পানি,খাবার স্যালাইন, সচেতনতামূলক লিফলেট বিতরন এবং বৃক্ষ রোপন কার্যক্রম অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন