বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর প্রতি ত্রিতরঙ্গ আবৃত্তি দলের শ্রদ্ধাঞ্জলি
বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ত্রিতরঙ্গ আবৃত্তি দল।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গোবাদিয়া মিন্নত আলী হাটে রুস্তম আলীর নাম ফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সদস্যরা।
এ সময় দলের সদস্য মোহাম্মদ আলী, সুজয় দে, মোহাম্মদ আব্দুল্লাহ, জোবায়ের প্রমুখ উপস্থিত ছিল।
ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশিস্ রুদ্র জানান, রাজাকাররা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর লাশ কবর থেকে তুলে যে সড়কে গাড়ীর সাথে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে পৈশাচিক উল্লাসে মেতেছিল এবং পরবর্তী একজন রাজাকারের নামে স্বাধীন বাংলাদেশে সেই সড়কের নামকরণও হয়েছিল! অবশেষে অনেক সংগ্রাম ও ষড়যন্ত্রের দূর্গ ভেদ করে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর নামে সেই সড়কের নামকরণ হয়েছিল। বিজয় দিবসে ত্রিতরঙ্গ আবৃত্তি দল চট্টগ্রাম শ্রদ্ধা জানিয়েছে আনোয়ারার সেই সড়কে বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর নাম ফলকে। একজন মুক্তিযোদ্ধার এ হৃদয়বিদারক তথ্য প্রাপ্তিতে সহযোগিতা করেছেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী এবং লেখক ও প্রকাশক জামাল উদ্দিন। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন