বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গাজী কনকের মাতার ইন্তেকাল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/News-Photo-5-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বীর মুক্তিযোদ্ধা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক গাজী আলফাজ উদ্দিন কনক এর মাতা মোছাঃ আয়শা আক্তার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৫.০০ ঘটিকার সময় তার নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার ৫ পুত্র ও ৩ কন্যা রয়েছে। মৃত্যুকালে তিনি নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ বাদ মাগরিব পাবনা জেলার আটঘরিয়া উপজেলার নাগদহ গ্রামের স্থানীয় নাগদহ করবস্থান মাঠে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
উল্লেখ্য তিনি সাবেক ছাত্রনেতা পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সহ সভাপতি মো. মোবারক হোসেন পান্নার মাতা এবং আওয়ার নিউজ বিডি ডটকম’র পাবনা জেলা সিনিয়র করেসপন্ডেন্ট, দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার মফস্বল সম্পাদক বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী স্বপন এর দাদী।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ঈশ্বরদীর দাশুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বকুল সরদার, আটঘরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সাংবাদিক আরিফ সরদার, নুরুল ইসলাম, ইদ্রিস আলী, মেম্বর মোহাম্মদ আলী রানা প্রমুখ।
এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
এদিকে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ার নিউজ পরিবারবর্গ, দি ইকোনোমিক নিউজ২৪ এর পরিবারবর্গ ও দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার পরিবারবর্গ। এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগেফরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন