বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুবির হলে মোমবাতি প্রজ্জ্বলন
শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। হল প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাত ১২ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণার্থে হলের প্রত্যেকটি রুমের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
মোমবাতি প্রজ্জ্বলনকালে পুরো হলের বৈদ্যুতিক আলো নিভিয়ে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে হলের সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপর্ণা দেবী বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তাদের প্রতি শ্রদ্ধার্থে আমাদের হল প্রশাসন প্রত্যেক বছরই ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে থাকে। তার জন্য আমরা প্রত্যেক বছর এই দিনে দিবাগত রাত ১২.০১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করি এবং সবাই এক মিনিট নীরবতা পালন করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন