বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে মাঙ্গলিক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা

শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষ্যে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটিতে ধর্মীয় শোভাযাত্রা করা হয়েছে। রবিবার (১১ মে) তবলছড়ি মিনিস্টার ক্লাব মাঠ থেকে বুদ্ধাংকর বৌদ্ধ বিহার পর্যন্ত এ শোভাযাত্রা হয়।

এই শোভাযাত্রা অংশ গ্রহণ করেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি ও শুভ বৌদ্ধ পূর্ণিমা পরিষদের আহ্বায়ক নির্মল বড়ুয়া মিলন, বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা সহ অন্যান্য বৌদ্ধ ধর্মীয় নেতারা।

বুদ্ধাংকর বৌদ্ধ বিহারে রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও শুভ বুদ্ধ পূর্ণিমা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসময় সম্মানিত অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ, পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন বিপিএম।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে কোন জাতি ধর্ম বর্ণ গোত্র ভেদাভেদ না করে সবাই মিলেমিশে একসাথে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো।