বুধবার থেকে বেরোবি’র ১০ম ব্যাচের পদযাত্রা শুরু
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : বুধবার(৩১ জানুয়ারি) থেকে নতুন উদ্যমে শিক্ষাযাত্রা শুরু করতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের( বেরোবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা। বুধবার উদ্বাধনী-সমাবর্তন শেষে বেলা দু্ইটায় ২১ টি বিভাগের ক্লাস শুরুর মধ্য দিয়ে ১০ম ব্যাচটির এ নতুন পথচলা শুরু হবে।
এর আগে নবীন শিক্ষার্থীদের বরণ করতে নির্ধারিত অনুষদের বুথে সকাল ৯টায় নবাগতদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর তাদেরকে শপথ পাঠ করানো হবে।
শপথ শেষে বিশ্ববিদ্যালয়ে নবীণদের উদ্বোধনী যাত্রা ( র্যালী) অনুষ্ঠিত হবে। এ সময় তাদের টি-শার্ট প্রদান করা হবে। বরণ করে নেওয়া হবে নতুন উদ্যমে।
একই সাথে নবীন শিক্ষার্থীদের অভিভাবকদেরও স্বাগত জানানো হয়েছে উদ্বোধনী-সমাবর্তন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে।
সমাবর্তন শেষে বেলা দুইটায় নবীন ১০ম ব্যাচের ক্লাস শুরু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন