বুধবার মণিরামপুরে আসছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
বুধবার (২৮ ডিসেম্বর) যশোরের মণিরামপুরে আসছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এদিন বেলা ১১.৩০ মিনিটে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ডিজিপিএস বিকন স্টেশন পরিদর্শন করবেন। তার আগমন উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন অফিসার স্টেশনে অবস্থান করছেন।
ডিজিপিএস বিকন স্টেশনের ইনচার্জ তরিকুল ইসলাম প্রতিমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করে জানান- এদিন প্রতিমন্ত্রী মহোদয় এ স্টেশনের নব-নির্মিত অফিস ভবন উদ্বোধনসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন। এখানে অবস্থানের পর প্রতিমন্ত্রী এদিনই আবার ঢাকায় ফিরে যাবেন। তার আগমন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন পলাশ, প্রাক্তন ইউএনও সৈয়দ জাকির হাসান, পরিচালক শামছুন্নাহার, অতিরিক্ত চিফ প্রকৌশলী ফরহাদ উজ্জামান, (বিআইডব্লিউটিএ)-এর খুলনা’র প্রকৌশলী রবিউল ইসলাম, থানার ওসি শেখ মনিরুজ্জামান মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সরেজমিন স্টেশন পরিদর্শন করেন।
এদিকে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ওসি শেখ মনিরুজ্জমান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন