বুরকিনা ফাসোতে তুর্কি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা, নিহত ১৭
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীতে একটি তুর্কি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ১৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২জন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে দেশটির সরকার।
তবে একজন চিকিৎসকের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তুর্কি বংশোদ্ভূত।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিনিউর ‘ইস্তাম্বুল রেঁস্তোরায়’ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ট্রাকে করে আসা তিন বন্দুকধারী এসে রেঁস্তোরার বাইরে বসা গ্রাহকদের ওপর গুলি চালায়।
এরপর সরকারি বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে। রাতে এনিয়ে গোলাগুলির শব্দ শোনা যায়।
সোমবার সকালে দেয়া এক বিবৃতিতে বুর্কিনা ফাসোর সরকার জানিয়েছে, হামলায় ১৭ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। তবে তাদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির তথ্যমন্ত্রী রেমিস দানজিনাউ বলেছেন, হামলায় কতজন অংশ নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
রেস্তোরাঁয় একাংশে হামলারকারীরা অবস্থান করছে জানিয়ে তিনি বলেন, সেখানে নিরাপত্তা ও সন্ত্রাবিরোধী এলিট বাহিনী অভিযান চালাচ্ছে।
বিবিসি জানিয়েছে, হামলার ঘটনায় সেনাবাহিনী পুরো শহর ঘেরাও করে রেখেছে।
উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে।
বিবিসির একজন সংবাদদাতা জানান, সাহেল অঞ্চলে সক্রিয় আল কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে বলে আশংকা করা হচ্ছে।
গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলায় ৩০জন নিহত হয়েছিল, আলকায়েদা যার দায়ও স্বীকার করেছিল।
বুর্কিনা ফাসো সাহেল অঞ্চলভুক্ত একটি রাষ্ট্র। এর প্রতিবেশী রাষ্ট্র মালিতে ২০১২ সাল থেকে কথিত মুসলিম সন্ত্রাসবাদী সংগঠনগুলো তৎপর রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন