বুস্টার ডোজ দেয়ার ন্যূনতম বয়স কমিয়ে ৫০: মন্ত্রিপরিষদ সচিব
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/11-10.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মহামারী করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ৫০ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বলেছেন, যাদের বয়স ৫০ বছর পার হয়েছে, তাদের সবাইকে করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত জানিয়েছেন।
গত ২৮ ডিসেম্বর সারাদেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান, “বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা এখন ৬০ বছর। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।”
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন