বুড়িগঙ্গায় তল্লাশি : নিখোঁজ আরও ৪ জনের লাশ উদ্ধার
বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় শনিবার আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।
এর আগে গত ৭ মার্চ রাতে বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ছয় সদস্য নিখোঁজ হন।
এ সময় শাহজালাল মিয়ার (৩৫) দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নিজের ও বোনের পরিবারকে নিয়ে শরীয়তপুর যেতে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় ওঠেন।
এরপর শুক্রবার শাহজালালের ভাগ্নি জামশেদা বেগম, শনিবার ভোরে তার মেয়ে মাহী (৬) এবং দুপুরে দেলোয়ার (২৮) ও তার ছেলে জুনায়েদ (৬ মাস) এবং মাহীর বোন মিমের (৮) মরদেহ উদ্ধার করা হয়।
এখনও শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (৩২) নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে শনিবার তৃতীয় দিনের মতো নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।
নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক জানান, শনিরার সকাল থেকে দুপুর পর্যন্ত নদী থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
এই নৌ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন