বুড়িগঙ্গায় লঞ্চের ঢেউয়ে নৌকাডুবি, ভাই-বোন নিখোঁজ
রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ের কারণে পাঁচ যাত্রীসহ নৌকাডুবি হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় তিন যাত্রী সাঁতরে তীরে ওঠতে পারলেও ভাই-বোন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ ভাই-বোন হলো– মিশকাত (১২) ও নুসরাত (৫)। তাদের বাবার বাবুল ফরাজী। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও সেনাবাহিনী কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ সিকদার গণমাধ্যমকে বলেন, লঞ্চের ঢেউয়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে পাঁচ যাত্রী ছিলেন। তিনজন সাঁতার কেটে পাড়ে ওঠতে পেরেছেন।
তিনি জানান, মিশকাতরা বরিশালে গ্রামের বাড়ি গিয়েছিল বেড়াতে। বাবুল ফরাজী কেরানীগঞ্জেই ছিলেন। তিনি সেখানে ব্যবসা করেন। রাতের লঞ্চে বরিশাল থেকে মামা শামীম হাওলাদারের সঙ্গে ঢাকায় ফেরে মিশকাতরা।
তিনি জানান, ভোরে ঢাকা সদরঘাটে পৌঁছানোর পর নৌকায় করে কেরানীগঞ্জের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এদিকে নিখোঁজ শিশুদের স্বজনদের আহাজারিতে সদরঘাটে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন