বৃষ্টিতে ভিজে ত্রাণমন্ত্রী মায়া চৌধুরীর মাছ শিকার
বৃষ্টিতে ভিজে নিজ পুকুরে জাল দিয়ে মাছ শিকার করলেন ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী।
শৈশবের স্মৃতিকে স্মরণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি শুক্রবার দুপুরে বৃষ্টিতে ভিজে পরিবার সদস্যদের সাথে নিয়ে জাল দিয়ে মাছ ধরেন।
হঠাৎ করেই জাল নিয়ে মাছ ধরতে গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের নিজ পুকুরে নেমে পড়েন। এ সময় মন্ত্রীর নিকটাত্মীয়রা ছাড়াও অনেক নেতা কর্মী এ দৃশ্য উপভোগ করেন।
স্থানীয়রা জানান, মন্ত্রীর জাল দিয়ে মাছ ধরার ধরণ ছিলো একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের মতো। মনেই হয়নি তিনি দীর্ঘদিন পর মাছ ধরতে নেমেছেন।
গ্রামীণ জনপদে এমন দৃশ্য দেখতে পুকুরপাড়ে মানুষের ভিড় জমে উঠেছিল । এ সময় গ্রামে বয়োবৃদ্ধ অনেকেই মন্ত্রী মহোদয়কে উৎসাহিত করেন।
উপস্থিত নেতকর্মীরা দৃশ্যটি অনেকেই উপভোগের পাশাপাশি তাদের মুঠোফোন ক্যামেরায় ধারণ করেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মন্ত্রীর মাছ শিকারের ছবি শেয়ার করেন ।
মন্ত্রীর গণসংয়োগ কর্মকর্তা দেওয়ান মো: ওমর ফারুক জানান, নিজের নির্বাচনী এলাকায় এলে মন্ত্রী সাধারণ মানুষের বেশেই থাকেন এবং সাধারণ মানুষ হিসেবে চলাফেরা করেন। যার কারণে নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন