বৃষ্টি মাথায় চট্টগ্রামে বাংলাদেশ দল
সিরিজে এগিয়ে থেকে চট্টগ্রাম আসার স্মৃতি খুব বেশি নেই বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তো নয়ই। ২০০৬-এ এই দলটির বিপক্ষে ঢাকায় প্রথম টেস্ট হেরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে এসেছিল চট্টগ্রাম। তখন একটা ড্রই যেন মূল লক্ষ্য। চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের মাধ্যমে আরও একটি ধবলধোলাইয়ের লজ্জায় পুড়তে হয়েছিল।
সময় গড়িয়েছে। পরিবর্তন এসেছে অনেক। সেই পরিবর্তনের হাওয়ায় ভেসে টাইগার বাহিনী আজ শুক্রবার বিকেলে বৃষ্টি মাথায় চট্টগ্রাম পা রাখল ২০০৬-এর প্রতিশোধের লক্ষ্য নিয়ে। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট জিতলেই যে পাল্টা ধবলধোলাই দেওয়ার কাজটি সম্পন্ন হবে।
বিকেল পাঁচটার পর পুলিশ, র্যাব ও সোয়াতের কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে টাইগাররা হোটেল র্যাডিসনে পৌঁছায়। পেছনের গাড়িতে ছিল অস্ট্রেলিয়া। তবে পুরো দল আসেনি চট্টগ্রামে। আগামীকাল বাড়িতে ঈদ করে আসবেন মুশফিক, সাকিবেরা।
মুস্তাফিজ, নাসির, সৌম্য, সাব্বির, মমিনুলসহ ছয়জন আজ চট্টগ্রাম আসেন। তামিম ইকবালের রাতে আসার কথা রয়েছে। তবে তামিম এলেও থাকবেন তাঁদের কাজীর দেউড়ির বাড়িতে। বিখ্যাত খান বাড়িতে কাল ঈদের দাওয়াত খাওয়ারও কথা রয়েছে দলের অন্য সদস্যদের। তবে বিষয়টি তামিম চট্টগ্রাম পৌঁছালে নিশ্চিত হবে বলে জানালেন তামিমের মা নুসরাত ইকবাল খান। তিনি বললেন, ‘তামিম রাতে আসবে। তখন সিদ্ধান্ত হবে ক্রিকেটারেরা কখন আসবে। দেখা যাক।’
আগামীকাল পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ পড়বেন ক্রিকেটারেরা। এরপর বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল অনুশীলন করবে। শুধু বৃষ্টি না থাকলেই হলো।
আজ ক্রিকেটারেরা যখন চট্টগ্রাম পৌঁছেন, তখন দুই পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টির। তবে হালকা বৃষ্টিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা না হওয়ার কোনো কারণ দেখছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃষ্টি থামলেই মাঠটি কিছুক্ষণের মধ্যে খেলার উপযোগী করা সম্ভব বলে মনে করছেন তাঁরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন