বেগমগঞ্জে ৪ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : ‘টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল বেতন স্কেল চাই’ এই শ্লোগান নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পদমর্যাদা সহ ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দিনব্যাপী এ কর্মবিরতি পালন করে উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালিত হয়। আন্দোলনকারীরা জানায়, বেতন স্কেল সহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমন ভাতা, ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তনের দাবিতে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ঘোষিত দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। কর্মসূচিতে অংশ নেয়, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাস্থ্য পরিদর্শক আবদুর রশীদ সহ বেগমগঞ্জ উপজেলা সকল স্বাস্থ্য সহকারীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন