‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’
বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উম্মোচন রোববার।
এদিন বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
বইটি লিখেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ।
৭০০ পৃষ্ঠার এই বইয়ে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। বইটিতে খালেদা জিয়ার ক্যারিশম্যাটিক নেতৃত্বের কথাও বলা হয়েছে।
বইয়ে ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত তুলে ধরা হয়েছে।
১৯৪৫ সালের দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল কীভাবে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হলেন, স্বামীর মৃত্যুর পর গৃহবধূর দায়িত্ব ছেড়ে নেন বিএনপির— এসবের বর্ণনা আছে বইটিতে।
সাংবাদিক মাহফুজউল্লাহ এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ রচনা করেছেন। ওই বইটির নাম ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: আ পলিটিক্যাল বায়োগ্রাফি’।
এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ মুক্তি পেয়েছে ১৬ নভেম্বর।
ওইদিন রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হল, ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে একযোগে মুক্তি পায়।
এর একদিন আগে ১৫ নভেম্বর সন্ধ্যায় ৭০ মিনিট ব্যাপ্তির এই ডকুফিল্মটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন