বেনাপোলে রাস্তায় পড়ে থাকা পাগলের লাশ দাফন করলো পুলিশ
যশোরের বেনাপোলে রাস্তায় পড়ে থাকা পাগলের লাশ দাফন করলো থানা পুলিশ।
জানা গেছে, রবিবার (২২ আগস্ট) বেনাপোল পোর্ট থানাধীন বাগেজান্নাত মাদ্রাসার পার্শ্ববর্তী পিমপি ফার্মেসীর সামনে লঅজ্ঞাত এক পাগলের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে অজ্ঞাত ওই লাশের দাফন সম্পন্ন করে পুলিশ।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, ‘আমি আমার মুঠো ফোনে এই খবরটি পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখি অজ্ঞাত এক পাগলের মরদেহ পড়ে আছে। তার পরিবারের সন্ধান করলে কোন হদিস না পেয়ে থানার ওসি মামুন স্যারের নির্দেশে ও স্থানীয়দের সহযোগীতায় ভবারবেড় পুকুর পাড় কবরস্থানে লাশ দাফন করা হয়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন