যশোরের বেনাপোলে ১০টি সোনার বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে বেনাপোলগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ মে) দুপুর ২টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবি।
এর আগে বেলা ১১ টার দিকে সোনা পাচারকারীকে আটক করে বিজিবি।

আটক সোনা পাচারকারী সুমন মিয়া বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।

শার্শার আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম জানান, ‘তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন খবরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে যশোরের চাচড়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবককে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬৭ লাখ টাকা মূল্যের ১০টি সোনার বার পাওয়া যায়। পরে আটক পাচারকারীকে সোনার বারসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।’