বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় শিশু উদ্ধার
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশু সজিবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে।
শার্শা উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন, সকালে পাচারকারীরা তাকে সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন্য বেনাপোল বন্দরে নিয়ে আসে। এসময় বন্দরে ডিউটিরত আনসার সদস্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া দিলে শিশুটিকে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন