বেনাপোল স্থলবন্দরে আমদানি করা পণ্য চুরি, তিন ব্যক্তি আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/Benapol-বেনাপোল-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পণ্য চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে চোরাই পণ্যসহ বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো- যশোরের ঝিকরগাছা থানার পুরন্দপুর গ্রামের আইয়ুব আলী খানের ছেলে ইমামুল, বামনআলী গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রিপন হোসেন এবং বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের মৃত রহমত আলীর ছেলে সাইফুল ইসলাম।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে বেনাপোল স্থলবন্দর থেকে আমদানিকৃত সিলিপার ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছোটআঁচড়া নতুন থানা ভবনের সামনে থেকে চোরাই মালামালসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন