বেবি পাউডারের কিছু অজানা ব্যবহার
অনেকেই শরীরে ঘাম আটকাতে, ঘামের গন্ধ এড়াতে ট্যালকম পাউডার ব্যবহার করেন ৷ গরমকালে ট্যালকম পাউডার ঝটপট ফ্রেশ হতে বেশ কাজ করে ৷ কিন্তু ট্যালকম পাউডার অন্য কাজেও লাগে ৷ আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, বেবি পাউডারের অজানা কিছু ব্যবহারগুলো সম্পর্কে-
১। গরমকাল আপনার যদি পা ঘুম ঘেমে যায়, তাহলে মোজা পরার সময় মোজার ভিতর কিছুটা পাউডার দিয়ে নিন ৷ এমনকী অর্ন্তবাস পরার সময়ও পাউডার দিয়ে নিতে পারেন ৷ এতে ফ্রেশভাবটা বজায় থাকবে
২। মাথার চুল বেশি তৈলাক্ত হয়ে গেলে, অল্প পরিমাণ পাউডার চুলে দিয়ে ভালো করে চুল আঁচড়ে নিনি ৷
৩। যে নারীরা নিয়মিত ওয়্যাক্সিং করে, তা ওয়াক্সিং করার পর ভালো করে পায়ে পাউডার মেখে নিন ৷ চামড়া মসৃণ হবে ৷
৪। রাতে শোয়ার আগে বিছানার চাদরে কিছুটা পরিমাণ পাউডার ছিটিয়ে দিন ৷ দেখবেন ঘুম ভালো হবে ৷
৫। কাপড় কাচার পানিতে কিছুটা পরিমাণ পাউডার ঢেলে দিন ৷ জামা কাপড় ঝকঝকে হয়ে উঠবে ৷
৬। বর্ষাকালে চামড়ার জিনিস ভিজে গেলে, ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে পাউডার মাখিয়ে রাখুন ৷ ভালো থাকবে৷
৭। চমশার কাচ মুছুন পাউডার দিয়ে ৷ দাগ দূর হবে ৷ আয়না মোছার ক্ষেত্রেও ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন ৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন