বেরোবিতে দ্বিতীয় দফায় পুন: নিয়োগ পেল রেজিস্ট্রার ইব্রাহীম কবীর
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয় মেয়াদে এক বছরের জন্য পুন: নিয়োগ পেয়েছে রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর। গত ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৫৫ তম সিন্ডিকেটে তাঁকে অস্থায়ী ভিত্তিতে এ মেয়াদের সময়সীমা বাড়ানো হয়েছে বলে আজ এক মুঠোফোনে জানিয়েছে রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর ও জনসংযোগ দপ্তর।
দ্বিতীয় মেয়াদে পুন: দায়িত্ব পাওয়া রেজিস্ট্রার জানান, আজ ৩১ ডিসেম্বর তাঁর চুক্তিভিত্তিক দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় ১ জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে পরবর্তী বছরের জন্য তিনি রেজিস্ট্রার হিসেবে কার্যক্রম চালাবেন। ৫৫ তম সিন্ডিকেটে তাঁর এ সময়সীমা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, গত ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন উপাচার্য ড. একে এম নূর- উন- নবী স্থায়ীভাবে রেজিস্ট্রার নিয়োগের বিপরীতে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইব্রাহীম কবীরকে অস্থায়ীভাবে (চুক্তিভিত্তিক) বিশ্বিবদ্যালয়ে রেজিস্ট্রার পদে নিয়োগ প্রদান করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) পদে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন