বেরোবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে নানা আয়োজন

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : বৃহস্পতিবার ১৪ ই ডিসেম্বর,শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্বিবদ্যালয়ে ( বেরোবি) নানা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল নয়টায় কালোব্যাজ ধারণ, সকাল সোয়া নয়টায় রংপুরের দমদমা বধ্যভূমির উদ্দেশ্য যাত্রা এবং সাড়ে নয়টায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বদ্ধভূমি থেকে ফিরে এসে বেলা ১১ টায় কবি হেয়াত মামুদ ভবনে শহীদদের স্মরণে এক অালোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন মো: ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড.পরিমল চন্দ্র বর্মণ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মো: ফরিদ উল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শহীদ বুদ্ধিজীবী দিবস – ২০১৭ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।