বেরোবিতে আগামীকাল সি ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে যথাক্রমে সি ও এফ ইউনিটের পৃথক চার শিফটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।
আগামীকাল মঙ্গলবার প্রথম দুটি শিফটে (প্রথম শিফট-সকাল ৯টা থেকে ১০ টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২ টা) সি ইউনিটভুক্ত বিজনেজ স্টাডিজ অনুষ ও পরের দুটি শিফটে (তৃতীয় শিফট-দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং চতুর্থ শিফট-বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা ) এফ ইউনিটভুক্ত জীব ও ভূ- বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সি ইউনিটে ২৪৫ টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে চার শিফটে মোট ৬ হাজার ৯ শত ৯০ জন। ইউনিটটির প্রতি আসনে গড়ে লড়বে ২৮ জন ভর্তিচ্ছু এবং এফ ইউনিটে ১২০ টি আসনের বিপরীতে ৭ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। প্রতি আসনে এখানে লড়বে ৬০ জন ভর্তিচ্ছু।
আজ সোমবার বি ইফনিটভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের চার শিফটে ৩৭৫ টি আসনের বিপরীতে মোট ১৫ হাজার ৪ শত ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় শতকরা ৯০ জন উপস্থিতি ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ইউনিটটির সহকারি সমন্বয়ক ড. মো: নজরুল ইসলাম। শিফটে চলা ভর্তি পরীক্ষাগুলোতে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
এ বারের ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্যসহ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে এবং এবারেই প্রথম পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এ দিকে তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় অনুমতি ব্যতীত হল কক্ষে প্রবেশের অপরাধে রংপুরের দুটি প্রতিষ্ঠানের দুই জন শিক্ষার্থীকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশফাঁড়ির উপ-পরির্শক (এসআই) মুহিব্বুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন