বেরোবিতে প্রতি তিন মাসে বাংলা ও ইংরেজি মাধ্যমে জার্নাল প্রকাশের উদ্যোগ
বেরোবি প্রতিনিধি : পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ ও ৬টি অনুষদ থেকে প্রতি তিন মাসে বাংলা ও ইংরেজি মাধ্যমে দুইটি করে জার্নাল প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সকল জার্নাল প্রকাশ করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরে এ সকল জার্নাল থেকে জ্ঞান চর্চার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় আর্ন্তজাতিক মানে উন্নীত হবে।
আজ রবিবার বেলা সাড়ে ৩ টায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘জনপ্রশাসন জার্নাল’ এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মেচনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জার্নালটির সম্পাদক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জার্নালটির সম্পাদক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, লোকপ্রশাসন বিভাগের এটি চতুর্থ জার্নাল বাংলায় এটি তৃতীয় সংখ্যা এবং ইংরেজিতে এর পূর্বে একটি সংখ্যা প্রকাশিত হয়েছে।
লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জার্নালটির প্রবন্ধ লেখক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক আরা তানজিয়া এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফা সুলতানা।
জার্নাল এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
লোকপ্রশাসন বিভাগের ‘জনপ্রশাসন জার্নাল’ ভলিউম-১ এর তৃতীয় সংখ্যাটিতে (ডিসেম্বর, ২০১৭) মোট ছয়টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন