বেরোবিতে বিএনসিসি’র কার্যালয় উদ্বোধন ও সার্টিফিকেট প্রদান
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বুধবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে এই কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও পিইউও (ভারপ্রাপ্ত) জুবায়ের ইবনে তাহের, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক ও পিইউও (ভারপ্রাপ্ত) যারীন ইয়াছমিন চৈতি, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সামান্থা তামরিন এবং উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী।
কার্যালয়টির উদ্বোধন শেষে উপাচার্য বিএনসিসি’র অভিবাদন গ্রহণ করেন এবং ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০১৭ (প্রশিক্ষণকাল: ৫-১১ নভেম্বর, ২০১৭, স্থান: নীলফামারী সরকারী কলেজ) সফলভাবে সম্পন্নকারী ২০ সদস্যের ক্যাডেটবৃন্দের মাঝে সার্টিফিকেট প্রদান করেন ।
পরে উপাচার্য আশাব্যক্ত করে বলেন, এখন থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিএনসিসি’র সকল কার্যক্রম সহজতর হবে।
উল্লেখ্য, গত ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি’র কার্যক্রম শুরু হয় ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন