বেরোবিতে ভর্তি রেজিস্ট্রেশন শুরু ২০ সেপ্টেম্বর; পরীক্ষা ২৬-৩০ নভেম্বর
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রথম বর্ষ ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। আজ সোমবার সকালে জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া বলে জানান এ জনসংযোগ কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য আগামী ১৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd অথবা www.admission.brur.ac.bd) থেকে জানা যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন