বেরোবিতে মহাসড়ক অবরোধ করে মঞ্চ নাটকে কোটা আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কের রংপুর নগরীর মর্ডান মোড় অবরোধ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে এই রুটের সকল যান চলাচল। এতে ফাঁকা হয়ে যাওয়া রাস্তায় মঞ্চ নাটকে মেতেছেন আন্দোলনকারী।

বুধবার (১০ জুলাই) দুপুর ১ টায় কিছু শিক্ষার্থীদেরকে এই মঞ্চ নাটকে অংশ নিতে দেখা যায়। শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, রাজপথ আমাদের এই মঞ্চ নাটক করার জায়গা না কিন্তু আমরা এটাই বুঝাতে চাচ্ছি, এই আন্দোলনে যতদিন না ফল আসবে ততদিন চালিয়ে যাব। তবু্ও এ স্বাধীন দেশে কোনো ধরনের বৈষম্য মানবো না।

এ ছাড়াও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা ছাড়া সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। কারণ যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে। আর দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে।

এদিকে, তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।