বেরোবিতে মেডিকেল কলোক্যুইয়াম অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মেডিকেল সেন্টার এর কলোক্যুইয়াম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে মেডিকেল সেন্টার এর আয়োজনে দ্বিতীয় কলোক্যুইয়াম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজ এর সাবেক ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডাঃ মোঃ শাহজাহান । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল সেন্টার এর সকল ডাক্তার, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
ঘন্টাব্যাপী চলা এই সেমিনারে মুখ্য আলোচক এধরনের আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন । এবং এ ধরনের আয়োজনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পরিচালনার সকল কলাকৌশল এবং কর্মপদ্ধতি সম্পর্কে এর সকল ডাক্তার, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দের দক্ষতা অর্জনসহ সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন