বেরোবি’র মুখতার ইলাহী হলে আসন বরাদ্দ : ফরম জমাদান আজ থেকে
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে বিশ্ববিদ্যালয়ের জোড় আইডিধারী শিক্ষার্থীরা আসন বরাদ্দের আবেদন ফরম গ্রহণ ও জমাদান শুরু হয়েছে। আজ মঙ্গলবার এক নোটিশের মাধ্যমে হল কর্তৃপক্ষ এ তথ্যটি জানিয়েছে।
নোটিশ অনুযায়ী, হলে আসন বরাদ্দের জন্য ৫০ টাকার নির্ধারিত মূল্যের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংকের অস্থায়ী শাখার মাধ্যমে হল অফিস থেকে একটি আবেদন ফরম গ্রহণ করতে হবে। অত:পর সেটি পূরণ করে জমা দিতে হবে। ফরম গ্রহণ ও জমা প্রদান শুরু হয়েছে ১০ অক্টোবর এবং শেষ হবে আগামী ১৬ নভেম্বর।
আবেদন ফরমের সঙ্গে নিজ বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত সবশেষ সেমিষ্টার ফাইনাল পরীক্ষার নম্বরপত্র সংযোজন করার জন্য নোটিশে বলা হয়েছে।
তবে গত ৩০ মার্চে মৌখিক পরীক্ষার অংশগ্রহণকারিদের নতুন করে আবেদন করতে হবেনা বলেও নোটিশে জানানো হয়েছে।
হলটির প্রভোস্ট ড. শফিক আশরাফ বলেন, অনার্স শিক্ষাবর্ষের জোড় আইডিধারী সকল শিক্ষার্থী হলটিতে আবেন করতে পারবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন