বেরোবি’র সঙ্গে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সমঝোতা চুক্তি
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সঙ্গে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আব্দুস সাত্তার দুলাল এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক (ডিপিওডি) জনাব মোঃ ফজলুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর মোঃ আতিউর রহমান ও মোঃ ছদরুল ইসলাম সরকার, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব মোঃ আমিনুর রহমান এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি এর প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এসব চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি এবিষয়ক শিক্ষা এবং গবেষণা সংশ্লিষ্ট সকল বিষয়ে একসাথে কাজ করার সুযোগ পাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন