বেরোবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কেক কেটে সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। এ সময় সমিতির প্রথম স্মরণিকা “নির্ভীক” এর মোড়ক উন্মোচন করেন উপাচার্য।
পরে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সহ সমিতির সকল উপদেষ্টা ও এর সদস্যবৃন্দ। র্যালিটি ক্যাফেটেরিয়ো চত্বরে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্যাফেটেরিয়া দ্বিতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি গণতন্ত্রের চর্চা সর্বদা অব্যাহত রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সংবাদ পরিবেশন করছে সাংবাদিকরা। সাংবাদিক সমিতির বস্তুনিষ্ঠতা সবসময়ই ছিলো, আছে এবং থাকবে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক সমিতিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপাচার্য।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর সরিফা সালোয়া ডিনা, শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবরাহীম কবীর, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলনের আহবায়ক ওয়াদুদ আলী, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রফিক সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ প্রমুখ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রামের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সহ সভাপতি ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন কমিটির আহবায়ক এইচ. এম নুর আলম। আলোচনা সভায় সমিতির বিগত দিনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাকিবুর রহমান শাহীন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, উচ্চশিক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে লেখনীর মাধ্যমে তরুণ সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতে সবার সাথে কাজ করছে সাংবাদিক সমিতি। তিনি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের আরও বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশনের আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক, নীল দলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, রসায়ন বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সদস্য নুরুজ্জামান খান, উপ রেজিস্ট্রার খন্দকার গোলাম মোস্তফা, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মাহফুজুল ইসলাম বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবাশ্বের আহমেদ, দপ্তর সম্পাদক ইভান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সালমান হাফিজ, কার্যকরী সদস্য এস এম আল-আমীন, সদস্য রোমানুজ্জামান, ইসমাইল রিফাত, সৌম সরকার, গোলাম মূর্তজা, রাব্বি হাসান সবুজ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন