বেলকুচিতে পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ায় কমিটি ও শিক্ষক মন্ডলির শুভেচ্ছা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG-20230802-WA0003-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর এলাকার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম বারের মতো পৌর মেয়র সাজ্জাদুল হোক রেজা পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ায় কমিটি ও সকল শিক্ষক মন্ডলির পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
বুধবার (০২ আগষ্ট) বিকালে পৌর এলাকার স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক মন্ডলির পক্ষ্যে থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় পঞ্চম বারের মতো আবারও পরিচালনা পর্ষদ সভাপতি হওয়ায় বোর্ড কর্তৃকপক্ষ এবং পরিচালনা পর্ষদের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী, অভিভাবকসহ সকলকে আমার পক্ষ্যে থেকে শুভেচ্ছা জানাই।
আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা দোয়া কামনা করছি এবং সকলকে অভিনন্দন জানাই। শুভেচ্ছান্তে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সহকারী শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদসহ অত্র প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন