বেলকুচিতে বিটিভির সাবেক মহাপরিচালকের শ্বশুরের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া নিবাসী বিটিভির সাবেক মহা পরিচালক হারুনার রশিদের শ্বশুর ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার গতকাল ১৫ মে বিকাল ৩:৪৫ ঘটিকায় ঢাকা ইউনাইটেড হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)!

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর, ১৬ মে সকাল ৭ ঘটিকার সময় শেরনগর কামাড়পাড়া ঈদগাঁ ও মাঠে তার জানাজার নামাজ ও দাফনসম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহার পরিবারের পক্ষ থেকে মরহুমের পরকালীন শান্তি ও দোয়া করেছেন।

জানাযা নামাজ ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল বাকী, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, আব্দুল মজিদ খাঁন প্রমূখ।