বেলকুচি পৌর মেয়রের পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/IMG-20231023-WA0032-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ১৯টি পূজামন্ডপ পরিদর্শন এবং ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ সহায়তা দিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গা পূজার নবমীতে বেলকুচি পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করা হয়। এসময় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি প্রত্যেকটি পূজা মণ্ডপের খোঁজ খবর রাখছেন। তিনি একথাও ব্যক্ত করেন যে, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ন ও উৎসব মুখর হয়। দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে এবারের উদযাপন হচ্ছে। সকলে পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে নিয়ে আনন্দ উদ্দীপনায় পূজা উদযাপন করছে। মেয়র প্রতিমা বিসর্জন এবং সকল আনুষ্ঠানিকতা শেষ পর্যন্ত পৌরসভা সার্বিক খোঁজ খবর নেয়া হবে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গও খোঁজ খবর রাখছেন।
শারদীয় দুর্গাপূজা পরিদর্শন কালে প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর কাউন্সিলর ফজলুল হক ফজল, মহিলা কাউন্সিলর স্বর্ণা খাতুন, নার্গিস বেগম উষা, শাপলা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বৈধ্যনাথ রায় উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন