বিএনপির আন্দোলন দমানো যাবে না : গয়েশ্বর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/গয়েশ্বর-চন্দ্র-রায়-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দমন-পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। সরকার আর বেশি দিন থাকতে পারবে না। শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেন ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন, আর রাশিয়া নয়। তারা কি বললো—এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। দেশে দিন দিন গরীবের সংখ্যা বাড়ছে। অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে।
৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ সরকারকে বয়কট করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন