বৈশাখ || এইচ.এম নুর আলম
বৈশাখ
এইচ.এম নুর আলম
এসো হে বৈশাখ! নাচিছে এই শাখ
নাচে এই ঘর বাড়ি বৃক্ষ,
শুভ যা কাছে থাক, অশুভ দূরে যাক
আসুক হৃদয়ে নব মোক্ষ।
উতলা হাওয়াতে প্রাণপনে চাওয়া যে
ঘুচে যায় যাক যত দ্বন্দ,
ধুয়ে মুছে করে সাফ, জীবনের যত পাপ
ধুয়ে যায় যাক যত মন্দ।
অবিরাম মাদলে, শত শত বাদলে
সদা মার কোল হোক মুক্ত,
দূর হোক দূর্নীতি, আসুক পরানে জ্যোতি
হোক দেশ উন্নতিযুক্ত।
বোশেখির পরশে, চারদিকে হরষে
জ্যৈষ্ঠ পসরা বিলায়ে,
আসে নব হায়নে, অতি সুখ পরানে
ত্যাগীভাব আসুক সবারি এ হৃদয়ে।
এসো হে বৈশাখ! অশুভ দূরে থাক
শুভ যা কাছে আছে মার মোর,
তাই নিয়ে চলি ভাই, শুচিশীল হতে চাই
খুলি সবে মুক্তির আশাডোর।
দেশেরই তরে তা মঙ্গল হবে যা
সদা ভাবি মনে-প্রাণে মোরা সব,
ক্ষতিকে পেছনে হারি, সম্পদ এ মা’রি
দূরে সরে যাক যত পরাভব।
থামুক থামুক শত ক্রন্দন…
জাগুক আশার আলো, আসুক সকল ভালো
জাগুক হৃদয়ে স্পন্দন।
পুরনো বছরে যত, নিপীড়ন জালা শত
হোক হোক হোক এর নিঃশেষ,
আসুক চিন্তা পরানে, জাগুক প্রতিটি ক্ষণে
ভোগ নয় ত্যাগীমন বিশেষ।
আয় সবে বোন ভাই, একসাথে সবে তাই
মুছে দেই সব গ্লানি-বন্ধন,
বরে নেই সাদরে, মা’র মুখ আদরে
দূর হোক দেশেরই মন্দন।
প্রেম-প্রীতি ভালবাসা, হৃদয় গহীনে আশা
নতুন বছরে চাওয়া এই হোক,
যাক যাক শত দূরে, সব কালো পিছু ছেড়ে
করুণা বিধাতার সদা এই হোক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন