বৈশ্বিক সক্ষমতা সূচকে এগিয়েছে বাংলাদেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/world-economic-forum-national-20170927091612.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) ২০১৭-১৮ বছরে বাংলাদেশ ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থান পেয়েছে।
সে হিসেবে গত বারের চেয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশে। তবে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ভুটান ও নেপালের চেয়ে এখনো পিছিয়ে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সারা বিশ্বে একযোগে এই সূচক প্রকাশ করেছে।
সূচকে এবার দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রায় সব দেশেই সক্ষমতা এগিয়েছে। ভারতের অবস্থান ৪০তম। এ ছাড়া ১৫ ধাপ উন্নতি হয়ে ভুটানের অবস্থান ৮২তম, নেপালের অবস্থান ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ১১৫তম।
এবার ১৩৭টি দেশের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৮। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, জার্মানি, হংকং, সুইডেন, যুক্তরাজ্য, জাপান, ও ফিনল্যান্ড।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন