বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থী জয়ের পাশে আর্ন এন্ড লিভ
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী প্রফরুল ইসলাম জয়কে দেশের অন্যতম লন্ডন ভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি’র সার্বিক সহযোগিতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী জয়কে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে সোনার বাংলা রেস্টুরেন্টে আর্ন এন্ড লিভ এর ঠাকুরগাঁও জেলা টিম এই অনুদান তোলে দেন আহত শিক্ষার্থী জয়ের হাতে।
দেশের এই পরিস্থিতিতে আর্ন এন্ড লিভ এর আর্থিক সহযোগিতা পেয়ে আবেগে আপ্লূত হন জয়। এ সময় তিনি সংগঠনের সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আর্ন এন্ড লিভ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসিকে সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, আর্ন এন্ড লিভ এর ঠাকুরগাঁও টিমের প্রধান সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মামুন, টিমের সদস্য সাংবাদিক শাহীন আলম, সাংবাদিক রাজু ইসলাম, রাব্বী প্রমূখ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ছোরা গুলিতে গুরুতর আহত হন জয়। এ সময় তার ডান চোখে ছোরা গুলির আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ঢাকায় চোখের চিকিৎসা শেষে নিজ বাড়ীতে আসলে তার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
জয় দেশের মানুষের কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন