বৈষম্যহীন সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তি উদযাপন করার আহ্বান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/Statement-of-Satkhira-Sador-Upzila-Sangbadik-Club-11-December-2024-Pic-653x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা সদর উপজেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মীর আবু বকর ও সাধারণ সম্পাদক মোঃ মুনসুর রহমান বুধবার (১১ ডিসেম্বর) ২০২৪ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান।
কমিটির নেতৃবৃন্দ একটি ভালো উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে অতীত ও বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরের ও দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের প্রাক্তন শিক্ষার্থীরাদের পাশাপাশি শুভানুধ্যায়ীরা হবেন সামিল।
তবে গত ৭ ডিসেম্বর ২০২৪ এই কমিটির নেতৃবৃন্দ নিবন্ধন ফি প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে জনপ্রতি ২ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে জনপ্রতি ১ হাজার ৫’শ টাকা নির্ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই কলেজের শুরু থেকে ২০২৩ সাল পর্যন্ত আনুমানিক ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন সমাপ্ত করেছেন।
বর্তমানে আনুমানিক ২০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। এরমধ্যে প্রায় ১০ ভাগ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আর্থিকভাবে স্বচ্ছল, বাকিরা দুর্বল ও অস্বচ্ছল। এই নির্ধারিত ফি দিয়ে তাদেরকে রজত জয়ন্তি উৎসবে নিবন্ধন করা অসম্ভব।
সেমতে অতিদ্রুত নিবন্ধন ফি সকল পর্যায়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সহনীয় ও গ্রহণযোগ্য করার মাধ্যমে সকল শিক্ষার্থাদের অংশগ্রহণ নিশ্চিত করে বৈষম্যহীন সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তি উদযাপন করার আহবান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন