বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন এরশাদের
উন্মুক্ত আসনগুলোতে মহাজোটের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাড়ানোর নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বারিধারায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, মহাজোটের সমর্থনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নিবেন। তবে যেখানে জয়ের সম্ভাবনা আছে তারা প্রত্যাহার করবেন না।
একই সাথে এরশাদ বলেন, মহাজোট থেকে যে নির্দেশনা দেয়া হবে তাই মেনে নিতে হবে।
নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে মন্তব্য করে এরশাদ বলেন, বিএনপির অবস্থান ভালো না। তদের অতীত রেকর্ড ভালো না। জয়ের সম্ভাবনা নেই বিএনপির।
একাদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব প্রশ্নের উওর আমি দিতে পারবো না।
একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে নিরব থাকেন এরশাদ।
এরশাদের বর্তমান শরীরের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো আছি তোমাদের দোয়ায়। সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে মহাজোটকে সমর্থন করবো। ঢাকা-১৭ আসনে আমি নির্বাচন করতাম, নানাবিধ কারণে আমি বিরত থেকে ফারুককে সমর্থন করলাম। ও আজ এসেছিলো।
আমি নির্বাচনে বোন শেখ হাসিনাকে সর্বত্র সহযোগিতা করবো৷
বর্তমানে সারাদেশে যে সব ঘটনা ঘটছে, তাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে মনে করেন এরশাদ।
তিনি বলেন, সন্তুষ্টির মধ্য থেকে নির্বাচন শেষ হবে।
শারীরিক অসুস্থতার জন্য আমি রংপুর জেতে পারি নাই৷ তবে ভালো হয়ে যাবো। আশা করি রংপুরের মানুষ সদয় হয়ে রংপুর-৩ আসন আমাকে উপহার দিবে৷
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি বলেন, আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি।
নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার প্রসঙ্গে তিনি বলেন, আমি তাকে অন্যভাবে চিনি। তিনি একজন কবি মানুষ, আইডিওলস্টিক। তবে কমিশনের কথা নিয়ে কথা বলার অধিকার আমার নাই। তবে নির্বাচন কনিশন জনগণের পক্ষে আছে।
নির্বাচনকালীন সহিংসতা নিয়ে এরশাদ বলেন, এটা তো বাংলাদেশের নীতি। প্রতি নির্বাচনে সহিংসতা হয়। মানুষ হত্যা করা হয়। এটা বরাবরের জন্য হয়ে আসছে৷
সংবাদ সম্মেলন শেষে এরশাদের বাসভাবনে ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক উপস্থিত হন।
তারপর সাংবাদিকদের ফারুক বলেন, আমার বড় ভাই এরশাদ এই আসন ছেড়ে দিয়ে মনবতার নজির স্থাপন করেছেন।
রাজনীতিতে খুনা-খুনি নয় উন্নয়নের জোয়ারের অংশীদার হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করলেন বলে মন্তব্য করেন ফারুক।
একই সাথে তিনি জানান, এরশাদের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষোভ নেই। কেউ যদি এ কথা বলে আমি বিশ্বাস করি না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন