বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক!

মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধানকে নিষিদ্ধ করার পক্ষে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডেনমার্কের সংসদ। শুক্রবার দেশটির সংসদে মুসলিম নারীদের বোরখা ও নিকাব দিয়ে মুখ ঢাকার বিরোধীতা করে বেশিরভাগ রাজনৈতিক দল।

এরপরেই ফেসবুক পোস্টের মাধ্যমে দেশটিতে হিজাব নিষিদ্ধ করার ব্যাপারে ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যানডার্স স্যমুয়েলসন।

তবে এই সিদ্ধান্তের সাথে ধর্মকে মেলাতে ইচ্ছুক নন ডেনমার্কের লিবারেল দলের মুখপাত্র জেকব জেনসেন। তার মতে, নিরাপত্তার উদ্দেশ্যে নারীদের মুখ ঢেকে রাখাকে নিষিদ্ধ করা হচ্ছে। কোন ধরণের ধর্মীয় পোষাকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। তবে এর ফলে মূলত হিজাব পরিধানে বাঁধাগ্রস্ত হবেন মুসলিম নারীরাই।

প্রসঙ্গত, এর আগে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, বুলগেরিয়া, জার্মান ও বাভারিয়র প্রকাশ্যে হিজাব ও নিকাব পরে মুখ ঢাকা নিষিদ্ধ করা হয়।

সূত্র: ডেইলি মেইল