বোরকা পরে সিনেমা হলে মাহি

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। মুক্তির দিন শুক্রবারই ছবিটি দেখেছেন তিনি।

শ্যুটিংয়ের কাজে তিনি এখন রংপুরে। মাহি বলেন, রংপুরের স্থানীয় শাপলা সিনেমা হলে মা এবং কাছের কয়েকজন মানুষকে নিয়ে সন্ধ্যার শো’তে ‘ঢাকা অ্যাটাক’ দেখতে যাই। হলে গিয়ে দেখি টিকিট নেই। কাউন্টারে টিকিট না পেয়ে হতাশ হয়েছিলাম। পরে স্থানীয় এক ব্যক্তি ব্ল্যাকে টিকিটের ব্যবস্থা করে দেন। দর্শক যেন আমাকে চিনতে না পারে তাই বোরকা পরেছিলাম। চাইলে সিনেমা হলের মালিককে বলে টিকিট ম্যানেজ করতে পারতাম। … হলের ভেতরে প্রচুর গরম ছিল। ছেলেরা টি-শার্ট খুলে ছবি দেখছিল কিন্তু উঠে যাচ্ছিল না। আমাদের ভাগ্য যে, তারা এত কষ্ট করে আমাদের ভালোবেসে ছবি দেখে।