বোরখা পরে টঙ্গীর চম্পাকলিতে বুবলী
বোরখা পরে টঙ্গীর চম্পাকলিতে নিজের অভিনীত ‘ক্যাপ্টেন খান’ সিনেমা দেখলেন শবনম বুবলী। মঙ্গলবার ২৭ আগষ্ট বোরখা পরে নিজেকে আড়াল করে দর্শক সারিতে বসে ছবি দেখেছেন আলোচিত এই নায়িকা।
ঈদে ২২২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ক্যাপ্টেন খান’। ছবিটি প্রযোজনা করেছে শান্ত এন্টারপ্রাইজ, পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। ছবিটি প্রদর্শন করছে শাপলা মিডিয়া।
সিনেমা দেখে বুবলী বলেন, ‘গতকাল আমি টঙ্গীতে অবস্থিত চম্পাকলি সিনেমা হলে গিয়ে ‘ক্যাপ্টেন খান’ ছবিটি দর্শক সারিতে বসে দেখেছি। হল ভর্তি দর্শক, বিভিন্ন ডায়ালগের সময় হাততালি দিচ্ছিল, ‘মেউ মেউ’ গানের সময় অনেক দর্শক নাচ শুরু করেছিল।
কিছু কমেডি দৃশ্যে রয়েছে, তা দেখে দর্শক হেসে গড়াগড়ি খাচ্ছিল। আবার রোমান্টিক গানগুলোও দর্শক অনেক পছন্দ করেছেন। দর্শকের এমন আগ্রহ দেখে নিজের মধ্যে অনুপ্রেরণা তৈরি হয়েছে। যাঁদের জন্য আমি চলচ্চিত্রে কাজ করছি তাঁরা অনেক ভালোভাবে নিয়েছেন ছবিটি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।’
ঈদের এত দিন পর কেন ছবি দেখা হয়েছে, জানতে চাইলে বুবলী বলেন,‘আসলে আমি ব্যাংকক থেকে গানের শুটিং করে দেশে ফিরেছি ১৭ তারিখ। তারপর নিজের পরিবারে ঈদ ও বিভিন্ন গণমাধ্যমে ঈদের ছবি নিয়ে কথা বলতে হয়েছে। এ কারণে আমি এর মধ্যে ছবি দেখতে পারিনি। গতকাল আমার এক আত্মীয়কে দিয়ে টিকেট সংগ্রহ করে বোরখা পরে ছবি দেখতে গিয়েছি। তবে ছবি দেখতে একটু দেরি হলেও প্রতিদিনই খবর নিয়েছি কোন সিনেমা হলে ছবি কেমন চলছে এ বিষয়ে।’
কেমন সারা পাচ্ছেন ছবিটি নিয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘কোরবানির ঈদে প্রথম দিনের তুলনায় রাতে দর্শক বাড়ে। কারণ, প্রথম দিন সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন। ঈদের দিন সন্ধ্যা থেকে দর্শকরা হলে আসতে শুরু করেন।
আবার অনেকেই গ্রামের বাড়িতে ঈদ করেন। যেহেতু ছবিটি সারাদেশে ২২২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, সারা দেশেই ছবিটি ভালো চলছে। ঢাকায় ও তার আশপাশে দর্শক বাড়ছে। আশা করি, আগামী সপ্তাহে ছবিটি আরো ভালো চলবে।’ ‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব ও বুবলী ছাড়াও অভিনয় করছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন